ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসেই প্রকাশ হবে এসএসসির ফলাফল

করোনার প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও চলতি মে মাসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এক্ষেত্রে অনলাইনেই ফল প্রকাশ করা হবে, যেন শিক্ষার্থীরা তাদের ফল ঘরে বসেই পেতে পারে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এ মাসেই ফল প্রকাশিত হবে, এরজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ছুটি বাড়লেও ফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল দেখতে পাবে।

এ বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ও ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চে। এবার মোট পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন শিক্ষার্থী।

গত ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশ হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন