ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরবর্তী শিক্ষা সংকট নিরসনে জবি ছাত্র ইউনিয়নের পাঁচ দফা

করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্থ সারা বিশ্ব, বাদ যায় নি বাংলাদেশও। আর এই ভাইরাসের কারণে অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। টিউশন-পার্ট টাইম জব সহ সকল কিছু বন্ধ থাকায় এই সংকট থেকে উত্তরণে অনেক বেশি ই হিমশিম খাচ্ছে বাংলাদেশের একমাত্র অনাবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের’ শিক্ষার্থীরা। সেজন্য শিক্ষার্থীদের কথা চিন্তা করে করোনা পরবর্তী শিক্ষা সংকট নিরসনে পাচ দফা দাবী জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জবি সংসদ।

আজ বুধবার (৬ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জবি সংসদ এর সভাপতি কে এম মুত্তাকি ও সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন মারফত এক বিবৃতিতে দাবিগুলো জানানো হয়।

দাবিগুলো হলো, শিক্ষার্থীদের বাড়িভাড়া অনূন্য ৫০ শতাংশ মওকুফের জন্য প্রশাসনিক উদ্যোগ নিতে হবে, একমাত্র বাড়িভাড়ার উপর নির্ভরশীল মেস মালিকরাও ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের সাথে আলোচনা করে ইউটিলিটি বিল মওকুফ করতে হবে, করোনা পরবর্তী সময়ে সংকট কাটিয়ে উঠতে ঢাকায় অস্থায়ী সকল শিক্ষার্থীদের শিক্ষা ও আবাসনব্যয় নির্বাহের জন্য মাসিক ভিত্তিতে সম্পূরক আর্থিক সহায়তা প্রদান করতে হবে, আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও নতুন সেমিস্টারে ভর্তির ফি মওকুফ করতে হবে, করোনা ভাইরাস পরবর্তী সময়ে ক্যাম্পাস খোলার দুই সপ্তাহের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল খুলে দিতে হবে।

এছাড়াও বিবৃতিতে ছাত্র ইউনিয়নের পাচ দফা দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন তারা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন