ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সেভ দ্য টুমরো’ জাককানইবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় পরিচালক শরীফ ওবায়দুল্লাহ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ আশিকুর রহমান সৈকতকে সভাপতি ও সারজীল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ রেজুয়ান রহমান রমি, হোজাইমা সারোয়ার, নিশাত আনজুম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান সম্পদ ও মোঃ নিয়াজ হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে- মোঃ সাকিব, আসিফ রাব্বি, বিজয় আহমেদ, শরীফা আক্তার পুতুল, জয় নন্দী, রাকিব হোসাইন ও শেখ পারভেজ।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাজহারুল ইসলাম অপু, আসিফুর রহমান অনিক, শাহরিয়ার কবির শিশির, তানভীর আহমেদ তুহিন, তাসনীম জাহান নিশাত, ইসরাত জাহান লুবনা ও মোঃ পলাশ মিয়া।

দপ্তর সম্পাদকলালোদদদ ফারহান হৃদয়, উপ- দপ্তর সম্পাদক তানজুম ফেরদৌস, অর্থ সম্পাদক সাজিয়া ওসমান শুচি, উপ- অর্থ সম্পাদক ওয়ালিদ নিহাদ, প্রচার সম্পাদক হিমেল আহমেদ হিমু, উপ- প্রচার সম্পাদক আশিক আল মাহমুদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মারজিয়া ফারহানা অনন্যা, পরিবেশ বিষয়ক সম্পাদক অদ্রিতা ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবির আল সাদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদিয়া সাফোয়ান, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুহাইমিনুর রহমান।

এছাড়াও সহ-সম্পাদক পদে রয়েছেন-
তানজিমুল ইসলাম, তাসবীরা আক্তার এলিজা, সৌভিক দত্ত রাজিব, নমিতা বর্মণ ও মহসিনা আক্তার।
সাধারণ সম্পাদক সারজীল হাসান বলেন, আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই মানুষের জন্য কিছু কাজ করতে চাই। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে এক টুকরো হাসি ফুটাতে। করোনা দূর্যোগের পরে একটা সুস্থ পৃথিবীতে আবারো একসাথে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সেভ দ্যা টুমরো পরিবারের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। ঘরে থাকুন। সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

সংগঠনের সভাপতি মোঃ আশিকুর রহমান সৈকত বলেন, সমাজের ছিন্নমূল মানুষগুলো যেন জীবনের মৌলিক অধিকার গুলো থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে খাদ্য, নিরাপদ পানি, বস্ত্র, ঈদ উৎসবে ঈদের পোষাক, শীত কালে শীত বস্ত্র বিতরণসহ যেকোনো দুর্যোগে পাশে থাকতে আমরা বদ্ধপরিকর।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য টুমরো’র কার্যক্রমের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পাঠচক্র, দরিদ্র এবং মেধাবী স্টুডেন্টদের জন্য কোচিং,পথবাসীদের জীবনমান উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বাচ্চাদের কর্মসংস্থান, ব্লাড ডোনেশন, পাঠাগার ও বৃক্ষ রোপণ কর্মসূচি। ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলায় সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন