মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মহামারিতে শিক্ষার্থীদের পাশে হাবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগ

বিশ্বব্যাপী চলমান মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিজ বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ।

করোনা সংকটে সবাই ভালোভাবে কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ।

বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের যাদের পারিবারিকভাবে স্বচ্ছল নয় এবং টিউশন হারানো স্বনির্ভর শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভাগ।প্রথম পর্যায়ে ১৮ জন শিক্ষার্থীকে সহযোগিতা করেছে সমাজবিজ্ঞান পরিবার।তবে যে-কোন ক্রান্তিলগ্নে যাদের সহযোগীতা প্রয়োজন তাঁরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের জানালে পরিচয় গোপন রেখে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিবে জবি নীলদলের একাংশ

সংবাদটি শেয়ার করুন