ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এক্সিলেন্স বাংলাদেশ ও কর্ম একসাথে আয়োজন করছে জব হান্ট

বর্তমান যুগে তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সারা বাংলাদেশের ৮০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে কাজ করে যাচ্ছে অন্যতম কর্পোরেট প্রতিষ্ঠান এক্সিলেন্স বাংলাদেশ। করোনাময় পরিস্থিতিতে দেশে বেকারত্বের সম্ভাবণা যখন দেখা দিয়েছে তখন কর্ম বাংলাদেশ ও এক্সিলেন্স বাংলাদেশ একসাথে আগামী ৩ মার্চ আয়োজন করতে যাচ্ছে দেশের সর্বপ্রথম অনলাইন জব হান্ট।

শুক্রবার ( ০১ মে ) রাত ৯ টায় এক্সিলেন্স বাংলাদেশ এর ফেইসবুক লাইভ প্রোগ্রামে এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) রিয়াজ হোসেন এবং কর্ম বাংলাদেশ এর কমিউনিটি পোগ্রাম ম্যানেজার আবু হাসান টুটুল এই বিষয়ে নিশ্চিত করেন।

উক্ত লাইভ অনুষ্ঠানে আবু হাসান টুটুল বলেন, ‘আমাদের দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই জব হান্টের আয়োজন করা হচ্ছে। এই ইভেন্টে প্রায় ৫০-৬০ শতাংশ জব রাখা হবে শুধুমাত্র তরুণদের জন্য যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই। মূলত তরুণদের দক্ষ করে তোলা এবং সারা দেশের বেকার সমস্যা দূর করায় অবদান রাখায় আসলে আমাদের কর্ম বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য। ‘

এ বিষয়ে রিয়াজ হোসেন বলেন, ‘ এক্সিলেন্স বাংলাদেশ এর পূর্বেও ইইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ে জব হান্ট করেছে তবে অনলাইনে দেশে প্রথম বারের মতো এমন ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তিনি আরও বলেন এই ইভেন্টে যে শুধু সবাই চাকরির সুযোগ পাবে তাই নয় বরং এই ইভেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকে একটি করে অনলাইন সার্টিফিকেটও পাবেন। ‘

উল্লেখ্য , এক্সিলেন্স বাংলাদেশের এই জব হান্টের প্রচার ও ইভেন্টের সার্বিক সহযোগিতার কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশের ৮০ টি বিশ্ববিদ্যালয়েরও বেশি ক্যাম্পাস টিম। এর মধ্যে আছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি )। গবিতে এম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন ভ্যাটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়া সদস্য সচিব (প্রস্তাবিত) হিসেবে কাজ করে যাচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান। এবং মেম্বার (প্রস্তাবিত) হিসেবে আছেন ফারিহা হাসান ও রাকিবুল ইসলাম, যথাক্রমে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ , কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলী বিভাগ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন