শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কর্মচারীর মৃত্যুতে জবি পরিবারের শোক

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে এক কর্মচারী মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও ট্রেজারার ড. কামালুদ্দিন আহমেদ-এর পক্ষে বিবৃতি দেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

বিবৃতিতে জানানো হয়, জবি পরিবারের সদস্য এবং সহকর্মী ড্রাইভার সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত ১০টায় মুগদা জেনারেল হাসপাতালে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এছাড়া, তিনি জবি পরিবহন পুলের ড্রাইভার ছিলেন। মৃত্যুসময় তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর মৃত্যুতে জবি পরিবার শোকাহত। ভবিষ্যতে তার পরিবারের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।

এদিকে তার মৃত্যুতে, কর্মচারীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট, কর্মচারী সমিতি ও সাধারণ ছাত্র অধিকার পরিষদ শোক জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  কুমিল্লায় ব্যবসায়িদের ১৮ লক্ষ টাকা ভাড়া মওকুফ

সংবাদটি শেয়ার করুন