সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মানসিক স্বাস্থ্য সেবা দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

করোনা আতংকে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে, বাদ যায় নি বাংলাদেশও। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মহামারি করোনা ভাইরাস। এই অবস্থায় দেশের অনেকেই মানসিক ভাবে আতংকিত হয়ে পড়েছেন। তাই দেশবাসীর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোন ও ইমেইলের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ।

গত ১২ এপ্রিল রাতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের নাম্বার সম্বলিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুর মোহাম্মদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশ গুলোর মতো করে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুতই ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব দৈনন্দিন ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব ফেলছে। এই সংকট্ময় পরিস্থিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.নুর মোহাম্মদ জানান, এই মহামারির সময়ে মানুষ আতংকিত হয়ে যারা উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন আমরা তাদের প্রাথমিক ভাবে মোবাইল ফোন বা ইমেইলের মাধ্যমে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দিব। এক কথায় মহামারীর সময়ে যেন মানুষের মানসিক স্বাস্থ্য খারাপ না হয় সে ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইবিতে বঙ্গবন্ধু লাইব্রেরী ও কাউন্সিলিং সেলের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন