সারাবিশ্বে মহামারী রূপ ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরইমধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। অন্যান্য দেশের মত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশেও ৩৯ জন মারা গেছে।
অন্যদিকে, বাংলাদেশে প্রায় আড়াই কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী। ২৬ মার্চ,২০২৯ থেকে চলা টানা লকডাউনে অফিস,আদালত, গার্মেন্টস সহ অনেক প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। এছাড়া যোগাযোগ ব্যাবস্থাও বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। একই সাথে যারা দিন আনে দিন খায়৷ তার উপর রয়েছেন নিম্ন আয়ের মানুষেরা৷ করোনায় শুধু তারাই নন, যারা চাকরিজীবী নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সবাই সংকটে আছেন৷
এই সংকটময় পরিস্থিতিতে, দেশের সার্বিক প্রতিকূল অবস্থা ও পরিবেশ বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে “মানবিক সহযোগিতার প্রয়োগ ও ব্যবহার নিশ্চিতকরণের বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদানকে যুক্তিযুক্ত মনে করেন। এই সিদ্ধান্ত অনুযায়ী বশেমুরবিপ্রবি শিক্ষকদের মতামতের ভিত্তিতে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে প্রদান করা হবে এবং শিক্ষক সমিতি সাধারণ শিক্ষকদের নামে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ এই তহবিলে অনুদান প্রদান করা হবে।”
উল্লেখ্য যে এর আগে, গত ২ এপ্রিল, বৃহস্পতিবার ১২৪ জন শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় শতাধিক দরিদ্র পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
আনন্দবাজার/শাহী