ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত

বিশ্বব্যাপী সাম্প্রতিক আতঙ্কের নাম করোনা ভাইরাস। যা থেকে রক্ষা পেতে সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন। গণ বিশ্ববিদ্যালয় ( গবি) সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকলেও অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে গবি প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিষ্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় পর্যন্ত ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালু থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনদের উদ্দ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জরুরী বিভাগ অর্থাৎ ডেইরি ফার্ম, বিদ্যুৎ ও নিরাপত্তা বিভাগ যথা নিয়মে খোলা থাকার কথা জানানো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জরুরী ভিত্তিতে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রয়োজন হলে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন