প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা জারি হওয়ায় কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে HEART (HSTUians Effective Aid Responsive Team) এর সার্বিক তত্ত্বাবধানে প্রায় ২.৫ টন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামসহ দিনাজপুর সদরের বেশ কয়েকটি স্থানে ১৫০ টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে উদ্যোক্তারা জানান, আমরা ভাবিনি এতো সারা পাবো। আমাদের এই কাজে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা সকলেই এগিয়ে এসেছেন এবং প্রশাসনও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা দিয়েছেন।
তারা আরও জানান, আমরা এখানেই থেমে যাচ্ছি না। সারাদেশব্যাপী এর পরিধি বৃদ্ধি করা সহ বিশ্ববিদ্যালয়ের অনেক ছোট-ভাই বোন আছেন যারা অনেকেই বর্তমানে কষ্টে আছেন, আমরা তাদের পাশেও দাঁড়াচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকজনের পাশে দাঁড়িয়েছি আমরা। তাই এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা আশা করছি এবং পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।