ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জবির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ওই শিক্ষার্থী আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তাকে আইইডিসিআর নিয়ে যায়৷ পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনা ভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

করোনায় আক্রান্ত শিক্ষার্থী জানান, গত এক সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল৷ আজ বুধবার তাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে এবং পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান জানান, আমরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছি। বুধবার তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে। তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় অবশ্যই আমাদের জানাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন