করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে সারা দেশে। এই পরিস্থিতিতে সাময়িক বন্ধ আছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমতাবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি ‘ঘরে বসে শিখি’র উদ্যোগে ক্লাস শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনে এই ক্লাস শুরু হবে।
রবিবার ক্লাসের রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রুটিন অনুযায়ী আগামী ৭ এপ্রিল থেকে এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে। পাঠদান কার্যক্রম দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। প্রতিটি বিষয়ে পাঠদান ২০ মিনিট পর্যন্ত চলবে।
পাঠদানকারী শিক্ষক শ্রেণি পাঠ শেষে পাঠদান করা বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ বলেন, আগামী মঙ্গলবার আমরা ক্লাস শুরু করতে পারবো। আমাদের প্রস্তুতি শুধু এ সময়ের জন্য নয়। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলবে। সে হিসেবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। টেলিভিশনে পাশাপাশি এসব ক্লাস ইউটিউবেও আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা যেকোনো সময় ক্লাস লেকচারগুলো পুনরায় দেখার সুযোগ পাবে।
আনন্দবাজার/ টি এস পি