বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১২৪ জন শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় শতাধিক দরিদ্র পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ কার্যক্রম করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ০.৫ (১/২) কেজি মুড়ি এবং ১ টি সাবান প্রদান করা হয়।
‘জরুরি কোভিড-১৯ তহবিল’-এর সদস্য সচিব সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আরেফিন বলেন, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এর নেতিবাচক প্রভাব নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা দিয়েছে। ‘
তিনি আরও বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমারা ক্ষুদ্র পরিসরে আপাতত হতদরিদ্র ১০৫ টি পরিবারকে কিছু সংখ্যক নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। পরবর্তীতেও আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এসময় বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও বেশ কয়েকজন শিক্ষক এর উপস্থিতিতে এবং সাধারণ শিক্ষার্থীর সহযোগিতায় উক্ত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানা গেছে।
আনন্দবাজার/শাহী