পহেলা বৈশাখ উদযাপনের বাজেট সাশ্রয় করে করোনায় ক্ষতিগ্রস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সহায়তা দেয়া হবে।
বুধবার (১ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়ে ছবি তোলার ইচ্ছা আমাদের নেই। আমরা করোনায় ক্ষতিগ্রস্ত আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পহেলা বৈশাখ উদযাপনের বাজেট সাশ্রয় করে তা থেকে সহায়তা দিবো। এর আগে করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থাও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
আনন্দবাজার/শাহী