ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : জবি শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে চিকিৎসা

প্রাণঘাতী করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সাধারণ জ্বর কিংবা কাশি হলেও বিনামূল্যে চিকিৎসা ও টেস্ট করাতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ এ কথা জানান।

এদিকে উপাচার্য ড. মীজানুর রহমান জানান, আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিনামূল্যে করোনা ও জ্বর-কাশির চিকিৎসা পাবে। দুই হাসপাতালের সাথেই আমাদের কথাবার্তা হয়েছে। তারা আমাদের শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ জানান, কোনো শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে যেন আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তার চিকিৎসার সবরকম ব্যবস্থা করবো। এক্ষেত্রে তিনি নিজের মুঠোফোন (০১৭১৩২২৮৬৪০) নাম্বারে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম (০১৫৫২৩২৬২১৭) এর নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন