ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরীক্ষা করতে প্রস্তুত যবিপ্রবি’র জিনোম সেন্টার

প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষা করতে প্রস্তুত করা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার।
সরকার চাইলে যেকোনো সময় জিনোম সেন্টারে করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা সম্ভব বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষলোকবল ও ল্যাব আছে। এখন শুধুমাত্র কিট সরবরাহ করলেই প্রতিদিন ২শ’ রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। সরকার দেশের বিভিন্ন স্থানে পিসিআর ল্যাব স্থাপন করছে উল্লেখ করে ড. আনোয়ার হোসেন জানান, ‘সেখানকার জনবল প্রশিক্ষণ দেয়ার প্রয়োজন হলে যবিপ্রবি থেকে প্রশিক্ষক পাঠানো যাবে।’ এছাড়া সক্ষমতার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

যশোরের সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন জানান, ‘যশোর যেহেতু খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাই এ ল্যাবের মাধ্যমে যদি করোনা শনাক্ত করা সম্ভব হয় তাহলে বিভাগের সব জেলার মানুষ অনেক উপকৃত হবে।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন