জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মজুরিভিত্তিক (ডেইলি ব্যাসিক) কর্মচারীরা, কাজ না থাকলেও পুরো মাসের বেতন পাবেন। মার্চ ও এপ্রিল মাসের বেতন তাদের দেয়া হবে।
গত বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের বরাত দিয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট থেকে এই তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক মুজুরীভিত্তিক (কাজ নাই, মুজুরী নাই) কর্মচারীদের বিশেষ ব্যবস্থাপনায় উপাচার্য মার্চ ও এপ্রিল মাসের মজুরী প্রদানের নির্দেশনা দিয়েছেন।
নিয়মিত কর্মচারীদের পাশাপাশি জবিতে প্রায় ২৫০ জন মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা নিয়ম-মাফিক বেতন-ভাতা পেলেও মজুরিভিত্তিক কর্মচারীদের আজ পর্যন্ত ছিল না কোনো নিশ্চয়তা। এমন সময় আগামী দুই মাসের বেতন প্রদানের ঘোষণা আশ্বস্ত করেছে জবির মজুরিভিত্তিক কর্মচারীদের।
আনন্দবাজার/শাহী