সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ ঢাবি কর্তৃপক্ষের

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ২০ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস পরীক্ষা বন্ধের ছুটি ২৮ মার্চ থেকে বর্ধিত করে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার নেয়া হল আবাসিক হল বন্ধেরও সিদ্ধান্ত।

বিগত এক যুগে বিভিন্ন অস্থিরতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা হলেও কখনো আসেনি আবাসিক হল বন্ধের ঘোষণা। সর্বশেষ ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির তদন্ত কমিটির সদস্যের পদত্যাগ

সংবাদটি শেয়ার করুন