রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন করেছেন।
আজ মঙ্গলবার (১৭ই মার্চ) বেলা ৯টার দিকে জাতীয় পতাকা উত্তলন করে উপচার্য ড.নাজমুল আহসান কলিমুউল্লাহর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিজয় সড়ক প্রদিক্ষন করে ১নং খেলার মাঠের পশ্চিম পাশে একটি অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করেন।
এরপরে শ্রদ্ধা নিবেদন করেন “বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকতা,কর্মচারীর,বঙ্গবন্ধু পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)” সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ।
এসময় উপস্থিত ছিলেন,নব নিযুক্ত উপ-উপচার্য ড.সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার ড.হাসিবুর রশীদ, বেরোবি রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান সহ অনেকেই।
এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মাহফিল এবং রাত ৮ টায় বঙ্গবন্ধুর জন্মক্ষনে আতশবাজি উৎসব পালন করা হবে।
আনন্দবাজার/শাহী