ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ইউনেস্কো স্বীকৃত ‘আন্তর্জাতিক গণিত দিবস’ পালিত হয়েছে। “গণিতই সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালন করা হয়।

শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সমনে এসে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোছাঃ কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ সজিব আলী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মুহিত, সহযোগী অধ্যাপক ড. সতীশ কুমার জোয়ার্দার ও প্রভাষক মোঃ আব্দুল আজিজ’সহ বিভাগের সাধারণ শিক্ষার্থী।

এ বিষয়ে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন,”আগে এই দিনটি আন্তর্জাতিক পাই দিবস হিসেবে পালিত হতো। এ বছরই প্রথম পাই দিবস পালিত না হয়ে ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালিত হয়েছে। তাই বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে আজকে আমরা গণিত দিবস পালন করেছি।”

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন