সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো হোমেকের বসন্ত বরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো গার্হস্থ্য অর্থনীতি কলেজের বসন্ত বরণ উৎসব, নারী দিবস এবং নবীন বরণ এর অনুষ্ঠান।

গত রবিবার(৮ই মার্চ) “জাগো নারী জাগো বহ্নিশিখা”- এ স্লোগানে উদযাপিত হয় দিনটি। নানা কর্মসূচি ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলিত আয়োজনে আরো রঙিন হয়ে ওঠে এ উৎসব।

বসন্তবরণ উৎসব, নারী দিবস ও নবীন বরণ উৎসব আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী.মোঃ আতাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর.শাহীন আহমেদ (প্রাক্তন অধ্যক্ষ,গার্হস্থ্য অর্থনীতি কলেজ)। এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর. ইসমাত রুমিনা (অধ্যক্ষ,গার্হস্থ্য অর্থনীতি কলেজ)এবং সহ-সভাপতি হিসেবে ছিলেন প্রফেসর সোনিয়া বেগম(উপাধ্যক্ষ গার্হস্থ্য অর্থনীতি কলেজ)। অনুষ্ঠানের অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য এবং জীবন অগ্রসরে নানা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে থাকেন।

উৎসব উপলক্ষে গার্হস্থ্য অর্থনীতি কলেজের উদ্যোক্তা শিক্ষার্থীদের নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছিল এবং মেলায় শিক্ষার্থীদের হাতে তৈরি নানা তৈজসপত্র প্রদর্শিত হয় এবং বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়। এদিকে বসন্ত বরণ উৎসব, নারী দিবস,নবীনবরণ এবং আসন্ন মুজিব শতবর্ষ উপলক্ষে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয় এবং সারাদিন ব্যাপী শিক্ষার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়।

কলেজের তৃতীয় বর্ষের টেক্সটাইলের শিক্ষার্থী নাফিসা নওশীন মেঘলা বলেন, উৎসবটি আমাদের এক মিলনমেলায় পরিণত করেছে। আমরা আশা করি এরকম উৎসব আমাদের ক্যম্পাসে আরও বেশী হওয়া দরকার।

বসন্তকে বরণ এবং নবীনদের বরণ এর উদ্দেশ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সাংষ্কৃতিক পরিবেশনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজ নারী দিবসটি উদযাপন করেন।

আরও পড়ুনঃ  ‘শিক্ষাক্রমের নামে প্রজন্ম ধ্বংসের নীলনকশা করেছে সরকার’

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন