ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে উইমেন পিচ ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উইমেন পিচ ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ই মার্চ) উইমেন পিচ ক্যাফের অফিসকক্ষে কেক কাটার মাধ্যমে এদিনটি পালন করা হয়।

এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন উইমেন পিচ ক্যাফের মেন্টর প্রধান সোহেলা মুসতারী। তিনি বলেন, ‘আমরা মূলত মেয়েদের লিডারসীপ, সেল্ফ ডিফেন্স ,সামাজিক সচেতনতামূলক বিষয়গুলো নিয়ে কাজ করি। আজকের এদিনে উইমেন পিচ ক্যাফের শুভ সূচনা হয়। এর সাথে যারা কাজ করেন তাদের জন্য আজ আনন্দের দিন।‘

এসময় উপস্থিত ছিলেন, উইমেন পিচ ক্যাফের মেন্টর আলী সোহাগ ।সভাপতি উম্মে কুল্ছুম মিতু, সহ-সভাপতি সাদিয়া সুলতান, সাধারণ সম্পাদক জেসমিন খাতুন, এ্যাডভাইজর মৌসি, জিসা ।এছাড়া সংগঠনটির মেন্টর ও ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভলেন্টিয়ারদের মাঝে একটি করে সার্টিফিকেট ও পেনড্রাইভ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস এ্যান্ড জাস্টিস এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে উইমেন পিচ ক্যাফের প্রতিষ্ঠা করা হয়।

আননবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন