ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌন হয়রানির বিরুদ্ধে জবিতে গণস্বাক্ষর

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়ারানির ঘটনা এবং সারাদেশে সকাল প্রকার যৌন নির্যাতনের বিরুদ্ধে গণসাক্ষর কর্মসূচীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘স্বাধীকার আন্দোলন’ ও ‘উই আর রিহ্যাসারস’।

আজ মঙ্গলবার(১০ মার্চ) বেলা ১১ টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সম্মুখে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রতিবাদ মুলক উক্তি, ভাষা, ও প্রতিবাদী চিত্র দিয়ে গন স্বাক্ষর করেন শিক্ষার্থীরা।

গণস্বাক্ষর কর্মসূচীর স্বাধীকার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌসিব মাহমুদ সোহান জানান, আমরা চেয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরী করতে এবং মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত হতে চেয়েছি। এছাড়াও সকলের উদ্দেশ্যে আমরা একটি বার্তা দিতে চেয়েছি, “কেউ যেন আর নারীদের প্রতি সহিংসতা দেখে দাঁড়িয়ে না থেকে নিজ নিজ অবস্থান থেকে শক্ত প্রতিবাদ করে।”

‘উই আর রিহ্যাসারস’ এর মুখপাত্র আবদুল্লাহ আল নোমান গণ স্বাক্ষর আয়োজনের ব্যাপারে জানান, ‘উই আর রিহ্যাসারস’ একটি সামাজিক সচেতনতামূলক দল। যে দলটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্ট এর অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক সচেতনতা মূলক কর্মকাণ্ড করে থাকে।

এছাড়া গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাউফুন নাহার সিনথী জানান, আমরা শুধু যৌন হয়রানির বিরুদ্ধে স্বাক্ষর করি নি বরং নারীদেরকে সকল ধরণের যৌন হয়রানি না করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ করেছি।

উল্লেখ্য, গণ স্বাক্ষর আয়োজনের সাথে আরো ছিলেন, স্বাধীকার আন্দোলনের আহসান জোবায়ের, আরাফাত আমান, আসসাইফ সুবর্ন ও উই আর রিহ্যাসার্সের জান্নাতুল ফেরদাউস শাকিল, মুজাহিদুল ইসলাম, নারজিয়া আক্তার ও চুমকি দেবনাথ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন