শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যায়ন বিভাগের আয়োজনে টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।

রোববার (৮ মার্চ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুইদিনব্যাপী এ সেমিনারটি শুরু হয়। সেমিনারের সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগ এবং ফিনল্যান্ডের ট্রেমপার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতি বিভাগ।

সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক ছিলেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক বিভাগের সম্মানিত সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। সেমিনারের সম্বন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমানসহ উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সেমিনারে প্রথম দিনে দিনব্যাপী পেপার উপস্থাপন করা হয়। পরে প্রথম দিনের আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  করোনা সংকটে শিক্ষার্থীদের পাশে জবি শিক্ষকরা

সংবাদটি শেয়ার করুন