মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির ছাত্র উপদেষ্টাকে পদ থেকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী স্বাক্ষরিত এক আদেশ পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আদেশপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া হলো। সেই সঙ্গে এই পদে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক লায়লা আরজুমান বানু জানান, রাবি স্কুলে এক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবাইদা গুলশান আরা। পরে রাবি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযােগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিবাদীদের ব্যর্থতাকে বেআইনি ঘােষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

অব্যহতি বিষয়ে জানতে চাইলে অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, রুল জারির পর উপাচার্য স্যার আমাকে বলেছেন আমি নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কাজ করছি। তিনি আমাকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে বলেছিল। কিন্তু আমি রাজি হইনি। তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আমাকে একজন অপরাধীকে বাঁচানোর জন্য এ অব্যাহতি দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারীকে ফোনে পাওয়া যায় নি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানা যায় রাবি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলেন সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। তার মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে বলে থানায় এক মামলা করেছিলেন তিনি। তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ছাত্র উপদেষ্টার বড় মেয়েকে বিয়ে না করার কারণে তারর বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানীর অভিযোগ আনা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছিলেন অভিযুক্ত শিক্ষক।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা সত্ত্বেও থেমে নেই পাহাড় কাটা 

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন