মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে প্রথমবারের মত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

রোববার(০৮ মার্চ) সকাল সাড়ে ৭ টায় “নিরাপত্তা আর অধিকার,হোক নারী দিবসের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতায় অর্ধশতাধিক ছাত্রী অংশগ্রহন করেন।

উক্ত প্রতিযোগীতায় সমাজবিজ্ঞান বিভিগের শিক্ষার্থী ডলী আক্তার ১ম স্থান, ২য় স্থান ইইই বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি এবং কৃষি বিভাগের শিক্ষার্থী সৃজানা ৩য় স্থান অধিকার করেন।

বিজয়ীদের মধ্যে মেডেলসহ পুরষ্কার তুলে দেন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান।

এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোর্শেদ, ঐশি, রুকসি, এলিন, হাসিফ, জনী ও আরও অনেকে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ইউডার সমঝোতা চুক্তি

সংবাদটি শেয়ার করুন