ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি শব্দটি ইবি উপাচার্যের সাথে যায় না : শাহিনুর

দুর্নীতি যে শব্দটি ব্যবহার করা হয়েছে এই শব্দটির সাথে হারুন উর রশিদ আসকারীর নামটি যায়না, কোনভাবেই যায় না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।  শনিবার (৭ মার্চ) উপাচার্য অফিসে বঙ্গবন্ধু পরিষদের নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদ্দুস এম সালেহ ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফাজামাল এর নেতৃত্বে নবগঠিত কমিটির প্রতিবাদে তিনি এই মন্তব্য করেন।

কেন্দ্র ঘোষিত ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারীকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ বরাবর পত্র প্রেরণ করছে।

ড. শাহিনুর রহমান বলেন, অতীতে যতগুলো প্রশাসন আসছে সকল প্রশাসনের রেকর্ড ভেঙ্গে মাত্র সাড়ে তিন বছরে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের বর্তমান প্রশাসনের শীর্ষ ব্যক্তি আসকারী অনেক দূর এগিয়ে গেছেন। দুর্নীতির একটা শব্দের সাথে তাকে দেখিনি আমি শাহিনুর রহমান সাক্ষী দিচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি ড. রেজওয়ানুল ইসলাম ও সম্পাদক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান, প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত কমিটি নেতৃবৃন্দ।

জানা যায়, ৬ মার্চ কেন্দ্র ঘোষিত ইবি বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের পক্ষে অধ্যাপক ড. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এর পক্ষে অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি পত্র বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/এফ এন

সংবাদটি শেয়ার করুন