বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান শিক্ষক ছাড়াই চলছে সাড়ে ৭ হাজার বিদ্যালয়

প্রধান শিক্ষক ছাড়াই চলছে  দেশের সাড়ে ৭ হাজার প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে নতুন করে ৬৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭ হাজারটিতে নেই প্রধান শিক্ষক। আর ২১ হাজার ৮১৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য।

শিক্ষা গবেষকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে যত উদ্যোগই নেয়া হোক না কেন শিক্ষক সংকট দূর এবং যোগ্য শিক্ষক নিয়োগ দিতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব না। তাই এ সংকট দ্রুত নিরসন করার আহ্বান তাদের।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, সংকট কাটাতে ৬৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রধান শিক্ষকও নিয়োগ হবে দ্রুতই। প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

আনন্দবাজার/রনি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা

সংবাদটি শেয়ার করুন