ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুবর্ণ জয়ন্তীর উৎসব যেন স্মৃতি কুড়ানোরই দিন

নানান রঙের আল্পনায় সজ্জিত চারপাশ। চারদিক ব্যানার-ফেস্টুনে ভরপুর। কোলাহল মুখরিত পরিবেশে কেউ ব্যাস্ত পুরোনো অতীতকে কুড়িয়ে নিতে আাবার কেউ ব্যস্ত সুন্দর এই মুহূর্তকে ক্যামেরাবন্ধী করতে। সবার চোখে পুরানো বন্ধুকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস।

সব কিছুর উপলক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব (সুবর্ণ জয়ন্তী)। ‘পরিবর্তনে প্রবহমান পঞ্চাশ’ এই স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার (০৫ মাার্চ) সকাল দশটায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পথ পদক্ষিণ করে শহীদ আাব্দুর রব হল মাঠে এসে শেষ হয়। এর পরেই শুরু হয় নবীন-প্রবীণের মিলনমেলা।

১৯৬৮ সালে ৫ নভেম্বর যাত্রা শুরু করা এ বিভাগের অনেক সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে নানান পেশাগত দায়িত্বে নিয়োজিত আছেন। সুবর্ণ জয়ন্তীর এই আনন্দগণ মুহুর্তে তাদের অনেকেই দূর-দূরান্ত থেকে দুই দিনের জন্য সোনালী মাখা প্রান্তরে উপস্থিত হয়েছেন।

একদিকে যেমন পুরানো বন্ধুদের ফিরে পাওয়ার উচ্ছ্বাস আবার অন্যদিকে স্মৃতিচারণ করতে গিয়ে চোখ ভিজিয়েছেন অনেকেই। বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আবু আলম চেীধুরী। তিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

স্মৃতিরোমন্থন করতে গিয়ে তিনি বলেন, এ বিভাগের অনেক প্রবাহমান পরিবর্তনের সাক্ষী আমি। সুর্বণজয়ন্ত্রী এ অনুষ্ঠানে এসে ৭৪ বছরেও আজ আমার কাছে নিজেকে নবীন মনে হচ্ছে ।

ঢাকা থেকে এসেছেন বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী শহীদুল করীম বলেন , মিলনমেলার এ উৎসবে এসে পুরোনো সব বন্ধুদের দেখা হওয়া এবং আড্ডায় সেই পুরোনো অতীতকে আবার তুলে আনা এ অনুভূতি ভাষ্যহীন। ২৫ বছর পরে যেন আবার এ মিলনমেলায় যুক্ত হতে পারি এই কামনা করি।

নবীনদের মাঝেও উদ্দীপনার কোনো কমতি ছিলো না । বিভাগে অধ্যায়নরত ২য় বর্ষের শিক্ষার্থী উম্মে হানি ব লেন, বিভাগের ভর্তি হওয়ার এক বছর যেতে না যেতেই যখন জানতে পারলাম বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হবে । তখন থেকেই উদগ্রীব ছিলাম। আামাদের বিভাগ থেকে পড়েছে এমন অনেককেই আজ দেখেছি নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি ।

এদিন সন্ধায় সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুটের’ পরিবেশনায় জনপ্রিয় সব গানে মেতেছে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক, নবীন-প্রবীণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন