হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রথমবারের মত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্স এন্ড ট্রেনিং(আই.আর.টি) এর সম্মেলন কক্ষে সকাল ১০ টায় কর্মশালাটি শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টায়।
সারাদিন ব্যাপী এ কর্মশালার প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক,উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষক ও রংপুর কাউনিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. শ্বাশ্বত ভট্টাচার্য।
এসময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাংলা ভাষার উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক নানা তথ্য,পদ্ধতি,নিয়ম ও চর্চা হাতে কলমে বুঝিয়ে দেন।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোছাঃ মিসরাত মাসুমা পারভেজ ও প্রভাষক মোঃ মুকুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রশিক্ষক ড. শ্বাশ্বত ভট্টাচার্য।উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি