ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেরোবিতে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার ক্লাবের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়ন ও নারী নিরাপত্তা’ বিষয়কে সামনে রেখে ক্যাম্পাসের মেয়েদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক প্রঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক এর উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর রাজেশ দে এবং ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র ন্যাশনাল যুগ্ম কো-অর্ডিনেটর ইভান চৌধুরী। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন’র জাতীয় রেফারি ও কোচ সেনসি এবি বাবেল।

জেন্ডার ক্লাবের সভাপতি রিতু রায় এবং সাধারণ সম্পাদক আরমান আরাফাত অনিক দৈনিক আনন্দ বাজারকে বলেন- সপ্তাহে একদিন আমাদের ক্লাবের সদস্যদের সহযোগীতায় সম্পূর্ণ ফ্রি-তে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, জেন্ডার ক্লাবটি দি হাঙ্গার প্রজেক্ট এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারলশিপ ট্রেনিং এর মাধ্যমে গৃহীত ‘জাগো অগ্নিশিখা’ সামাজিক উদ্যোগ (স্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়। যা নারীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে অঙ্গিকারবদ্ধ।

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন