ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ও খুলনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিলটি বের করে।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কিছুদিন পর আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছি। এরই মধ্যে জামাত শিবিরের প্রেতাত্মারা বাংলার ভূখন্ডকে আবার রক্তে রঞ্জিত করেছে। মুজিব বর্ষকে সামনে রেখে এই সরকার যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ঔ একাত্তরের পরাশক্তিরা ছাত্রলীগের নেতাকর্মীদের কুপিয়ে হত্যা করেছে। আমরা রাবি ক্যাম্পাসে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করেছি। রাবিতে যদি কেউ একটি শিবির পান তাহলে তাকে গন ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। আর আমাদের মধ্যে যেন কোন অনুপ্রবেশকারী না থাকে সেজন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ বেরোবিতে অনির্বান-৮ এর ব্যাচ ডে উদযাপন

ছাত্রলীগের দুই নেতা-কর্মী হত্যার ঘটনা প্রসঙ্গে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, জামায়াত-শিবির হলো মৌলবাদী সংগঠন। তারা বিভিন্ন সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। এ সময় তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি। সমাবেশে রাবি শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হল, অনুষদ ইউনিটের অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল (২৮) মৃত্যুবরণ করেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন