ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণির প্রতি সদয় হতে হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনভূমির পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাসযোগ্য এ সুন্দর পৃথিবীকে টিকিয়ে রাখতে বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণি সংরক্ষণসহ সকল বন্যপ্রাণি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় ‘পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক’ এ স্লোগানে চবি বিজ্ঞান অনুষদ সংলগ্ন লেকের পাড়ে বিশ্ব বন্যপ্রাণি দিবস ২০২০ উপলক্ষে চবি প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বন-জঙ্গলের শোভা বর্ধনকারী জীব হলো বন্যপ্রাণি। এ বন্যপ্রাণিকে বন-জঙ্গলে সুন্দর দেখায়। স্বভাবগত কারণে এদের অধিকাংশ অত্যন্ত নিরীহ। একশ্রেণির অর্থলিপ্সু অবিবেচক মানুষ এদেরকে নির্বিচারে হত্যা করার ফলে জীববৈচিত্র্য তথা প্রাণিকূল আজ বিলুপ্তির পথে। এখনই এর লাগাম টেনে ধরতে না পারলে বন্যপ্রাণিরা অচিরেই বন-জঙ্গল শূণ্য হয়ে পড়বে। এ বন্যপ্রাণি উৎসব প্রজন্মের সন্তানদের বন্যপ্রাণির সাথে পরিচয় করিয়ে দিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ ইবিতে জাঁকজমকপূর্ণভাবে লোকপ্রশাসন দিবস পালিত

চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শওকত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ কামরুল হোসাইন, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ এমদাদুল হক এবং চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ডা. মহিউদ্দিন সিকদার।

এর আগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। এছাড়াও দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আন্ত:বিশ্ববিদ্যালয় ওয়াইল্ড রেইস, আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা, স্কুল পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন