ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে জাঁকজমকপূর্ণভাবে লোকপ্রশাসন দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে লোক প্রশাসন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে লোক প্রশাসন বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে মীর মশাররফ ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

পরে আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের  উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, লোকপ্রশাসন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান শাম্মি আক্তার অন্তরা ।

এসময় আরও উপস্থিত ছিলেন,বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. সেলিম, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. ফখরুল ইসলাম, অধ্যাপক ড. মুন্সী মুর্তজা আলী,সহযোগী অধ্যাপক এস এম শফিকুল আলম প্রমুখ।

আরও পড়ুনঃ হার্ভার্ডে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশি তিন তরুণ

এসময় লোকপ্রশাসন বিভাগের সাবেক কৃতি ছাত্র বর্তমানে বিভাগের ৩জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়। ৪র্থ বর্ষ ও এমএসএস চূরান্ত ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারীকে চেয়ারম্যান এওয়ার্ড দেওয়া হয়। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তন্ময় সেন,হিমু ও তার দল লোকপ্রশাসন বিভাগের ডকুমেন্টরী পরিবেশনা করেন। আলোচনা সভা শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন