বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের দুুই দিনব্যাপী সূবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উৎসব উদযাপন শুরু হবে বৃহস্পতিবার। ইতিমধ্যে উৎসবকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ।
মঙ্গলবার দুপর সাড়ে ১২ টায় বিভাগের ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়রা বেগম। বিশ্ববিদ্যালয়ের এ বিভাগ থেকে গত ৫০ বছরে বহু সনামধন্য, গুণী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যাক্তিরা পড়াশোনা সম্পন্ন করে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের অনেকেই দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত দায়িত্বে নিয়োজিত আছেন ।
সূবর্ণ জয়ন্তীর এই আনন্দগণ মুহুর্তে তারা অনেকই দূর দূরান্ত থেকে দুই দিনের জন্য সোনালী মাখা প্রান্তরে উপস্থিত হবেন। সূবর্ন জয়ন্তী উদযাপন সাংগঠনিক কমিটির সদস্য সচিব অধ্যাপক মোাস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও কমিটি আাহ্বায়ক এবং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দ্বিধাহীন চিত্তে এ অনুুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ।
অনুষ্ঠানের প্রথম দিনে রয়েছে সকাল ৯ টায় নাস্তা ও উপহার সামগ্রী গ্রহন, ১০ টায় র্যালি, সাড়ে ১০ টায় শহীদ আবদুর রব হল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, ১১ টায় অতিথিদের বক্তব্য , সাাড়ে ১২ টায় সংবর্ধনা, ১ টায় জোহরের নামাজ ও দুপুরের খাবার, ২ টায় স্মৃতিচারণ ও ফটোসেশান, ৩ টা ১৫ মিনিটে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪ টা মিনিটে আমন্ত্রিত শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির জামানের পরিবেশনা এবং সর্বশেষ ৫ টা ৪৫ মিনিটে আমন্ত্রিত ব্যান্ড ‘চিরকুট’ এর পরিবেশনা ।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন আয়োজন করা হবে স্বাধীনতা কমপ্লেক্স , বদ্দারহাট, চট্টগ্রামে । এদিন থাকছে বিভাগীয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবশেনা , আমন্ত্রিত শিল্পী মেীমিতা ব ও সন্দীপন দাশের পরিবেশনা এবং সর্বশেষ আমন্ত্র্রিত ব্যান্ড ‘নাটাই’ এর পরিবশেনা ।
আনন্দবাজার/এফআইবি