ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে ডিজিটাল উপস্থিতি চালু

ডিজিটাল ডিভাইসে পর্যবেক্ষণের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে আইডি কার্ড (আরএফআইডি) বিতরণের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘ডিজিটাল উপস্থিতি’ পদ্ধতি চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কার্ড বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সময়ের প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ডিজিটাল উপস্থিতি চালু খুবই কার্যকরী উদ্যোগ। এতে করে সবকিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের এ উন্নতি সম্ভব হচ্ছে। আশা করি এ ধারা অব্যাহত থাকলে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে।’

উপাচার্য আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার সেই স্বপ্নের সহযোগী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুব দ্রুতই ডিজিটাল উপস্থিতি প্রক্রিয়া চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ চলছে। আশাকরি খুব দ্রুতই শিক্ষক ও শিক্ষার্থীরাও এ প্রক্রিয়ার আওতায় চলে আসবে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে আধুনিকায়ন ও শিক্ষার্থীদের সার্টিফিকেট ভেরিফিকেশন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় কার্ড বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, কম্পিউটার অ্যান্ড তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজা সেলিম, বিভিন্ন দপ্তর প্রধানসহ অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন ও পরিবহন সমিতির নেতারা।

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন