ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে পরিবর্তিত হয়নি বিভাগের নাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করেনি প্রশাসন। সোমবার (২ মার্চ) বিকেলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে যৌক্তিকতা যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ চার ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার পক্ষে-বিপক্ষে নিজেদের যৌক্তিকতা উপস্থাপন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম পরিবর্তনের দাবি মেনে নেয়নি। এসময় চাকরি ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে প্রশাসন কয়েকটি নির্দেশনা দিয়েছে। এছাড়া সরকারি কর্মকমিশনে (পিএসসি) বিভাগের কোড অন্তর্ভূক্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে।

তবে বিভাগের শিক্ষার্থীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। সভায় শিক্ষার্থীরা বলেন, বিভাগটি প্রতিষ্ঠার ২৪ বছর পার হলেও পিএসসিতে বিষয়কোড অন্তর্ভুক্ত করা হয়নি। যার ফলে বিভিন্ন চাকরির পরীক্ষায় বৈষম্যের শিকার হতে হয়। আবার স্বতন্ত্র কোড না থাকায় পিএসসি’র নিয়োগ পরীক্ষাগুলোতে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ দেশের কোন বিশ্ববিদ্যালয়ে এই নামের কোন বিভাগ নেই।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, একটি বিভাগের নাম হঠাৎ করে পরিবর্তন করা অসম্ভব। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ খোলার নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য থাকে যা পরিপূরণের জন্য কাজ করে থাকে। শিক্ষার্থীরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সাথে কার্যকর পদক্ষেপ নিবে।  এসময় উপাচার্য বিভাগের জন্য কয়েকটি নির্দেশনা দেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন