ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উজ্জ্বলকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান আলীর বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গয়া রাম ও অভিভাবক সদস্য গোলাম ফারুক সরকার।
জানা যায়, বিদ্যালয় মাঠের দক্ষিণ পার্শ্বে অবস্থিত একটি বড় শিশু কাঠ গাছ ২৯ ফেব্রুয়ারি রাতে অবৈধ ভাবে কেটে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের গাছ কাটতে হলে পরিচালনা কমিটির রেজুলেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথা থাকলেও নিয়ম বহির্ভূত ভাবে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির টাকা আত্মসাৎ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান আলী, শিক্ষক ফরহাদ আলী সহ এডহক কমিটির সভাপতি আশরাফ আলী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বিদ্যালয় মাঠে একটি বড় শিশু কাঠ গাছ ছিল। গাছটির মূল্য প্রায় ৫০ হাজার টাকার মত। এডহক কমিটির সভাপতি ও আমাদের স্কুলের প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে ওই গাছটি বিক্রি করে দিয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক ইনসান আলী জানান, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি শেষে আমি বাড়ি চলে যাই। শনিবার সকালে এসে দেখি ঝড়ে পড়ে থাকা গাছটি নেই। আমি কোন গাছ বিক্রি করিনি। আমাকে হেয় করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস