ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে শিক্ষার সুযোগ ইবির ১৪৪ শিক্ষক-শিক্ষার্থীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪৪ জন শিক্ষক ও শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন তুরস্কে। তুরস্কের ইগদির, চানকিরি কারাতেকিন ও কাফকাস এই ৩টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন তারা।

তুরস্কের ইগদির, চানকিরি কারাতেকিন ও কাফকাস বিশ্ববিদ্যালয়ে সাথে সম্পাদিত চুক্তির (এমওইউ) আওতায় ৫৫জন শিক্ষার্থী উচ্চশিক্ষা এবং ৮৯ জন শিক্ষক পিএইচডি গবেষণা সম্পন্ন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের মাধ্যমে তাদের তালিকা চূড়ান্ত করবে তুরস্কের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা চুক্তির আওতায় তুরস্কের ৩টি বিশ্ববিদ্যালয়ে মেভলোনা এক্সচেঞ্জ প্রটোকল এর আওতায় এটি সম্পাদিত হবে।

এ বিষয়ে সোমবার (২রা মার্চ) প্রশাসনভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

এক্সচেঞ্জ প্রোগ্রাামের আওতায় ইংরেজি, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, ম্যাথমেটিকস্, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফিসহ মোট ২০টি বিভাগে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পি.এইচ.ডি প্রোগ্রামে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/এফ এন

সংবাদটি শেয়ার করুন