ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে মানবববন্ধনে প্রশাসনের বাঁধা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভারতে দিল্লির সাম্প্রদায়িক হামলার প্রতিবাদের মানববন্ধনের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিরুদ্বে।

আজ সোমবার  এ মানবন্ধনের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের অনুমতি না মেলার পরেও দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে কয়েক মূহুর্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে অবস্থান করে তারা।

এসময় ইসলামিক স্টাাডিস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান বলেন, ‘আমি প্রক্টর মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি বলেছেন এটা উপর থেকে নিষেধ আছে তাই মানববন্ধন করা যাবে না।

লিখিত অনুমতি চেয়েছে কিনা জানতে চাইলে তিনি দৈনিক আনন্দবাজারকে বলেন , ‘আামরা লিখিতভাবেও অনুমতি চেয়েছি, কিন্তু প্রসাশন দেয়নি তাারপরও আমার আংশিক মানববন্ধন করেছি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, যেহেতু এটা স্পর্শকাতর বিষয় তাই আমি তাদেরকে বলেছি উপাচার্যের অনুমতি না নিয়ে এটা দিতে পারবো না। কিন্তু ওরা আমাদের এই সময়টাও না দিয়ে মানববন্ধনে দাড়িয়ে গেছে । পরবর্তিতে আমার কথা শুনে তারা সরেও গেছে ।

 

আনন্দবাজার/শহক/এম এস

সংবাদটি শেয়ার করুন