ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউজিসি’র অর্থ কমিটির সদস্য মনোনীত হলেন ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আগামী ২ বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) অর্থ কমিটির সদস্য মনোনীত হয়েছেন। যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরীত প্রেরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্যের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী(ড. রাশিদ আসকারী) গত ২১ আগষ্ট ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহন করে অদ্যবধি তিনি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় লেখালেখিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন