ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হুমকির অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে রাবি শিক্ষকের জিডি

হুমকি দেওয়ার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক শহীদুল ইসলামের বিরুদ্ধে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সহকর্মী সহযোগী অধ্যাপক রশিদুল আলম। রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকাত (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে সহযোগী অধ্যাপক রশিদুল জিডিতে বলেন, ‘২০১৯ সালের ৩০ ডিসেম্বর আমার বিভাগের দুই শিক্ষক (অধ্যাপক হোছাইন আহমেদ কামালী ও অধ্যাপক আতাউর রহমান) এবং সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনের একাডেমিক জালায়াতি-অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করি। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৩ জানুয়ারি বিভাগের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন এবং আতাউর রহমানের উপস্থিতিতে শহীদুল ইসলাম আমাকে বলেন, ‘তোমার আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে? ক্ষমতা থেকে চলে গেলে তুমি কাজলা গেট পার হতে পারবে?’ তিনি একই রকম কথাবার্তা এবং আমার দল সম্পর্কে বিভিন্ন সময়ে কটূক্তি করে আমাকে হুমকি দিয়ে আসছেন।’

এই বিষয়ে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘বিভাগের বই নির্ধারণ করা নিয়ে একটু সমস্যা হয়েছিল। তবে হুমকি দিয়েছি বলে তো মনে পড়ে না। আমারই সহকর্মীকে হুমকি কেন দেব? বরং তিনিই আওয়ামী লীগ করেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনপন্থী বলে নানা সময়ে আমাদের ক্ষমতা দেখান।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন