ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুবিসাসের নবনির্বাচিত কমিটিকে উপাচার্যের অভিনন্দন

কুুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রবিবার (০১ মার্চ) দুপুরে নব নির্বাচিত কমিটির সদস্যরা উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

এসময় উপাচার্য সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে আনার আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে অানার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেন। আগামীতে আরো ভালো কাজের প্রত্যাশা করছি।

আরও পড়ুনঃ ইবিতে লোক প্রশাসন বিভাগের পিঠা উৎসব

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উপাচার্য ছাড়াও কুবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনগুলো।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন