ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির নেতৃত্বে ফয়সাল-সাজ্জাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সীতাকুণ্ডের শিক্ষার্থীদের সংগঠন সীতাকুণ্ড ছাত্র সমিতির আংশিক নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়সাল ও সাধারণ সম্পাদক ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের শিক্ষার্থী ইব্রাহিম সাজ্জাত মনোনীত হয়েছেন ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত ক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগ‌ঠিত ক‌মি‌টির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু ইরফান, সহ-সভাপতি সাহেদুল ইসলাম, মিনহাজুল ইসলাম শুভ, দেলোয়ার হোসেন, মোঃ পায়েল চৌধুরী, আরেফিন ইসলাম আরিফ, ফখরুল ইসলাম, বোরহান উদ্দিন, কাজি তানভির জামান, খাদিজা আক্তার, কামরুন নাহার, আমজাদ হোসেন ।
এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, রানা বড়ুয়া, জয়নাল আবেদীন, সালমা সুলতানা রিপা, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, এমরান হোসেন মাসুদ, ইফতেখার যিয়াদ, নাসরিন ইভা, শাহীনুর আক্তার ও নাতাশা ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম জনি, আকাশ দাশ, শাহরিয়ার ইসলাম ইমন, এইচ এম শাহরিয়া, উম্মে হানি তায়্যিবা, সালমা আক্তার, প্রচার সম্পাদক সাফায়াত বিন আলম সায়েম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোঃ সৈকত মনোনীত হয়েছেন।

নতুন কমিটির সভাপতি মোঃ ফয়সাল বলনে, ‘সীতাকুণ্ড ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। ভর্তি পরীক্ষার সময় থেকে শুরু করে সীতাকুণ্ড থেকে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করে থাকে এই সংগঠন।

এর আগে শনিবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড ছাত্র সমিতির উদ্যোগে সীতাকুণ্ড থেকে ভর্তি হওয়া ২০১৯-২০ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এতে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪৫ জন নবীণ শিক্ষার্থীকে বরণ করে সংগঠনটি। এসময় পর্যায়ক্রমে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন