ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা মোবাইলে উত্তরপত্রসহ একজনকে হাতেনাতে আটক করেছে কেন্দ্র পরিদর্শক। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকানীলন এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. আশিকুর রহমান রাজশাহীর ভদ্রা এলাকার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কেন্দ্র পরিদর্শক বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মালেক জানান, পরীক্ষা চলাকালীন আশিকুর রহমানকে ফোনে উত্তরপত্রসহ হাতেনাতে আটক করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে প্রক্টর দফতরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের অপকর্মসহ কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না- এই শর্তে তার বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন