জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোয় তার বিরোধিতা করে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে ভারতে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও মুসলিমদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সাম্প্রদায়িক নরেন্দ্রমোদীকে বঙ্গবন্ধুর বাংলাদেশে চাইনা, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে তাঁর শততম জন্মবার্ষিকীতে উগ্রবাদী, দাঙ্গাবাজ নরেন্দ্রমোদীকে চাইনা, স্টপ কিলিং মুসলিম, বয়কট মোদী লেখা সংবলিত ফেস্টুন নিয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তব্যে লোক প্রশাসন বিভাগের অর্ণব হাসান বলেন, পৃথিবীর কোনও ধর্মেই মানুষ হত্যা ও উপসনালয়ে আগুন দেওয়ার কথা বলা হয়নি। যদি মোদি সরকার দ্বিতীয়বার এমন কাজ করে তাহলে এই আন্দোলন শুধু ই ইসলামী বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নয় বরং পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আলিফ হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তার জন্মশতবার্ষিকীর মুজিববর্ষের অনুষ্ঠানে যেনো মোদির মতো সাম্প্রদায়িক নেতা না আসে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা সাধারন শিক্ষার্থীরা তার মতো সাম্প্রদায়িক ব্যক্তিকে চাই না।
আনন্দবাজার/শাহী