দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নেওয়া হবে না সমন্বিত ভর্তি পরীক্ষা। নানা দোলাচলের পর অবশেষে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনায় বাতিল হতে পারে অলিম্পিক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, এখন থেকে গুচ্ছ পদ্ধতিতে চার ধাপে ভর্তি পরীক্ষা আয়োজিত হবে। এতে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি উপাচার্যদের সাথে বৈঠক শেষে সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ইউজিসি। কিন্তু শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই আলাদা ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায়।
আনন্দবাজার/তাঅ