রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজ্ঞান ভিত্তিক সংগঠন বেরোবি সাইন্স ২০২০-২১ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার(২৫ই ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাবটির ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে প্রতিষ্ঠা কালীন সভাপতি হিসাবে পদার্থবিজ্ঞান বিভাগের রাগিব রাহাত এবং সাধারণ সম্পাদক হিসাবে রসায়ন বিভাগের সুরুজ আহম্মেদকে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক আনন্দ বাজারকে বলেন, বেরোবি সাইন্স ক্লাবের উদ্দেশ্য বিজ্ঞান মনস্ক কাজে উদ্বুদ্ধ করা, গবেষণা করা, বিজ্ঞান মেলার আয়োজন করা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা, ম্যাগাজিন বের করা, প্রজেক্ট নিয়ে কাজ করা।
উল্লেখ্য, উক্ত নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
আনন্দবাজার/শাহী