ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক) এর কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ এর নির্বাচন আগামী ১১ ই মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ মমতাজ ভবনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের দিনেই ভোট গননা শেষে ফল ঘোষণা করা হবে।
জানা যায়, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নির্ধারিত ফরমের মূল্য তিন হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী ২ মার্চ মনোনয়ন পত্র গ্রহণ ও ৩ মার্চ বিকেল ৪ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ৪ মার্চ প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবে। একই দিনে বিকেল ৩ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের ৭৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ গত (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যাত্রা শুরু করে।
গণতান্ত্রিকভাবে কমিটি গঠন না হওয়ার অভিযোগ এনে এবং শিক্ষক-কর্মকর্তাদের আলাদা করে কমিটি গঠনের আবেদনের প্রেক্ষিতে এ বছরের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পরিষদের নির্বাচিত সম্পাদক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মো: সালেহ’র নেতৃত্বে এক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে।
বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন এবং ফলিত পুষ্টি, খাদ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমানকে সহকারী নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের ১০১ জন শিক্ষক ও ৯৫ জন কর্মকর্তা পৃথক হওয়ার জন্য আবেদন করেছিল। এ বিষয়টি দীর্ঘদিন অমিমাংসিত থাকার পর সেই আবেদনের প্রেক্ষিতে শিক্ষকদের আলাদা করে বঙ্গবন্ধু পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
আনন্দবাজার/শহক/তিতলী