বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। প্রতিষ্ঠানটিতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করলে সেটি সদস্যরা নাকোচ করে দেন। সদস্যদের কন্ঠভোটে এই পদ্ধতিতে না যাওয়ার বিষয়টি পাস হয়। সুতরাং আগের নিয়মেই আমাদের পরীক্ষা হবে।
একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যবোধ অক্ষুণ্ণ রাখার বিষয়টি প্রাধান্য পেয়েছে আলোচনায়। এছাড়া সভায় ভর্তি পরীক্ষা পরিচালনা, গুণমান, স্বচ্ছতা ও প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকিসহ সমন্বিত ভর্তি পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস এ